এনামুল হক সোহেল
(সভাপতি )
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ ও প্রিয় শুভানুধ্যায়ীবৃন্দ—
শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়; শিক্ষা হলো মানুষ গড়ার আলো, ভবিষ্যৎ নির্মাণের শক্তি। সেই আলোকে সামনে রেখেই Lions School and College আজ এগিয়ে চলেছে তার গৌরবময় যাত্রায়।
নতুন গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে আমি গভীর দায়িত্ববোধের সঙ্গে এই প্রতিশ্রুতি দিতে চাই—এই প্রতিষ্ঠানকে আমরা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আদর্শ মানুষ গড়ার একটি আলোকিত কেন্দ্র হিসেবে গড়ে তুলব।
আমাদের অঙ্গীকার—
প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে আন্তরিক সহায়তা
নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তোলা
আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা
একটি নিরাপদ, আনন্দময় ও শেখার অনুকূল পরিবেশ সৃষ্টি করা
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষকবৃন্দের নিষ্ঠা, অভিভাবকদের আস্থা ও শিক্ষার্থীদের পরিশ্রম—এই তিনের সমন্বয়েই Lions School and College হয়ে উঠবে আগামীর নেতৃত্ব তৈরির এক অনন্য প্রতিষ্ঠান।
আসুন, আমরা সবাই মিলে হাতে হাত রেখে স্বপ্ন দেখি—একটি আলোকিত প্রজন্ম, একটি সমৃদ্ধ ভবিষ্যৎ।