লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান
( সভাপতি )
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

চেয়ারমান বার্তা


ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি রংপুর  শহরের মধ্যস্তিত একটি অনন্য ও ব্যতিক্রমধর্মী জ্ঞানচর্চার চরনক্ষেএ । জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছে । ফলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাই অভূতপূর্ব অর্জন করছে । তারা জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ও সন্মানজনক পদে অধিষ্টিত হচ্ছে । এ প্রতিষ্টানে উচ্চশিক্ষা অর্জনের জন্য কেজি শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে  ।
জ্ঞানর্জনকে পরিপূর্ণতা দানের জন্য রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম । যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটছে । বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে । আপনারা জেনে খুশি হবেন যে, এই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিকল্পনা, উদ্যোগ ও সহযোগিতায় এ প্রতিষ্টানের অবকাথামগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বিস্তারে প্রভূত উন্নতি সাধিত হচ্ছে । নানা গুণীজনের পদচারনায় মহাবিদ্যালয়টি বর্তমানে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাপনায় উচ্চতর পর্যায়ে উন্নীত হয়েছে ।
যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে জ্ঞান বিস্তারে এ প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও সমৃদ্ধি অর্জন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য ।