Name
Assistant Professor
Co-Ordinator (Language Club)
College Section

ল্যাঙ্গুয়েজ ক্লাব

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্তমান বিশ্ব এগিয়ে চলছে দ্রুতগতিতে । আর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোও এগিয়ে চলছে । তারপরও অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি । ভাষাগত দিক থেকে বেশি একটা এগুতে পারিনি ।আমাদের মাতৃভাষা বাংলা ভালভাবে শেখার পাশাপাশি এখন আন্তর্জাতিক ভাষা ইংরেজীতে ভাল দখল জরুরী হয়ে পড়েছে। বর্তমানে আমাদের দেশে দেশী-বিদেশী কোম্পানিগুলো ব্যাপক প্রভাব ফেলেছে । এ প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও স্মার্ট তরুণ-তরুণীরাই কাজের সুযোগ পায় । এর জন্য উচ্চাকাক্ষী তরুণ প্রজন্মের একাধিক ভাষা শেখা অপরিহার্য হয়ে পড়েছে । এ ছাড়াও বিদেশে উচ্চশিক্ষা ও দেশে বিভিন্ন চাকরীর কারনেও অনেকে ভাষা শেখেন । অনেকে কাজ করছেন বিদেশী কোম্পানিগুলোতে । ঐ দেশীয় ভাষা না জানার কারনে তারা সমস্যায় পড়েন । তাই কাজের অবসরে দরকারী ভাষাটি শিখে কর্মক্ষেত্রে আরও সুফল বয়ে আনা সম্ভব । ঠিক এই বিষয়টি লক্ষ্য রেখেই গড়ে তোলা হয়েছে লায়ন্স স্কুল ও কলেজ ল্যাঙ্গুয়েজ ক্লাব ।