মোঃ উকিল উদ্দিন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

অধ্যক্ষের বাণী

আমি ৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে রংপুরের স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এর পূর্বে সুদীর্ঘ ৩০ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। উপাধ্যক্ষ হিসেবে ০৮ (আট) বছর এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রায় ০৬ (ছয়) মাস দায়িত্ব পালন করেছি।

আমি দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবনমান উন্নয়ন ও আলোকিত মানুষ গড়ার দায়িত্বে নিয়োজিত ছিলাম। শিক্ষকতা কেবল পেশা নয়, এতে অনেক আনন্দ আছে। আছে এক ধরনের পরিতৃপ্তি। সত্যি কথা বলতে কি আমি এই পেশাকে আদর্শ টনিকের মতো উপভোগ করেছি। প্রথম জীবনে জন্মস্থান রাজশাহী থেকে রংপুরে এসে শিক্ষকতা পেশায় প্রবেশ করে কখন যে এতোগুলো বছর পেরিয়ে গেলো সেটা কখনো টেরই পেলাম না।

লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠজন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ভাই যখন আমাকে তার প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক অধ্যক্ষ পদে নিয়োগের প্রস্তাব দিলেন তখন বুঝলাম আমি এখন অবসরপ্রাপ্ত। ইচ্ছে ছিলো রাজশাহীতে ফিরে যাবো। কিন্তু ওখানে মনের মানুষেরা এখন কে কোথায় আছে এই দ্বিধা-দ্বন্দ্বে মনের টানে রংপুরেই আপাততঃ থেকে যাবার সিদ্ধান্ত নিলাম। ইতোমধ্যে লায়ন্স ক্লাব অব রংপুর এর সম্মানিত লায়নবৃন্দ আমাকে তাদের আস্থায় যেমন সম্মান ও সহযোগিতা দিয়েছেন এতে আমি মুগ্ধ এবং আনন্দিত। লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিশেষ করে ছাত্র-ছাত্রীবৃন্দ আমাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন, অম্ল-মধুর ভালোবাসায় সিক্ত করেছে এজন্য আমি সত্যি গর্বিত ও নিজেকে ধন্য মনে করছি।

যতদিন বেঁচে আছি সুস্থ দেহ ও মনে যেন মানুষের সেবায় নিবেদিত থাকতে পারি মহান সৃষ্টিকতার কাছে এ প্রার্থনা করছি।