সহশিক্ষা কার্যক্রমে লায়ন্স স্কুল ও কলেজ ডিবেটিং ক্লাব একটি উল্লেখযোগ্য স্থান জুড়ে রয়েছে।
এ ক্লাবের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চা এবং প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করা। এ ক্লাবের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে বিতর্কের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্লাবের সদস্যরা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
অনুসন্ধান ও যোগাযোগঃ
শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুসন্ধান ও যোগাযোগের জন্য কলেজের নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, অনুসন্ধান বুথ, শ্রেণি শিক্ষক, গাইড টিচার- এর সাথে যোগাযোগ করবেন। ছাত্রছাত্রী বা অভিভাবকগণ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সাথে ক্লাস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন। বিশেষ প্রয়োজনে শ্রেণি শিক্ষকগণ, বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের ফোন, ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থী অথবা অভিভাবকের সাথে যোগাযোগ করে থাকেন।