Name
Assistant Professor
Co-Ordinator (Science Club)
College Section

সাইন্স ক্লাব

মনুষ্য সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ সৃষ্টির রহস্য উদঘাটন ও নতুন কিছু আবিস্কারের নেশায় আবিরাম ছুটেই চলছে। কেউবা ছুটছে উত্তাল সাগরের অতল গহ্বরে, কেউবা তপ্ত মরুর বুকে, কেউবা হারিয়ে যায় মহাকাশের শত শত কোটি কোটি গ্রহ নক্ষত্রের মাঝে। এরই ধারাবাহিকতায় নির্ঝর লায়ন্স স্কুল ও কলেজ এর এক ঝাঁক রৌদ্রদীপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গঠিত “সাইন্স ক্লাব”।

সাইন্স ক্লাবের উদ্দেশ্যঃ

সাইন্স ক্লাবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নামক যে ভীতি রয়েছে তা দূর করা।এখন প্রশ্ন কীভাবে?এটি তখনই সম্ভব হবে যখন কোন শিক্ষার্থী বিজ্ঞানের অন্তর্নিহিত বিষয়গুলো অনুধাবন করবে এবং বাস্তব জীবনের বিভিন্ন ঘটনাবলীর সাথে বিজ্ঞানকে মিলানোর চেষ্টা করবে। আমাদের উদ্দেশ্য বিজ্ঞানকে কীভাবে খেলাচ্ছলে আনন্দ নিয়ে শেখা যায়। ক্লাব মানে যৌথ পরিকল্পনা। অর্থাৎ আমরা আমাদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনাগুলোকে একত্রিত করে বিজ্ঞান ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সহজভাবে প্রকাশ করবো। এই যৌথ পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের দেশ ও সমাজকে নতুন কিছু উপহার দিতে পারবো।

সাইন্স ক্লাবের কার্যক্রমঃ

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ভাবনাগুলোকে বিভিন্নভাবে বাস্তবে রূপদান করার জন্য রয়েছে- সাইন্স প্রজেক্ট, ম্যাগাজিন, দেয়াল পত্রিকা ইত্যাদি। বিজ্ঞান মেলার আয়োজন এবং তাতে অংশগ্রহণ । বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন অলিম্পিয়াড । যেমন- ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড প্রভৃতিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা।