মোঃ জাহাঙ্গীর আলম
উপাধ্যক্ষ

Vice Principal Message

সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অতিথিগণ, আসসালামু আলাইকুম । 

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের নবনিযুক্ত উপাধ্যক্ষ হিসেবে আজ আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার — যেখানে স্বপ্ন গড়ে ওঠে, যেখানে ছোট ছোট কচি মনগুলোকে জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে গড়ে তোলা হয়। আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা — যাতে তারা একটি সুন্দর, সমৃদ্ধ ও নৈতিক জীবন গড়ে তুলতে পারে। এই প্রতিষ্ঠানটি আমাদের সম্মানিত লায়ন্স ক্লাবের অনুপ্রেরণায় এবং নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় সব সময় শিক্ষা, নেতৃত্ব, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনাকে লালন করে আসছে। উপাধ্যক্ষ হিসেবে আমার অঙ্গীকার হলো — এই গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানিয়ে আরও আধুনিক, গতিশীল এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশ গড়ে তোলা। আমি নিশ্চিত করতে চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী এখানে নিরাপদ, মূল্যায়িত এবং নিজের সর্বোচ্চ সামর্থ্যের বিকাশের সুযোগ পাবে। 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলবো — বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, শিক্ষকদের এবং অভিভাবকদের শ্রদ্ধা করো এবং সর্বদা জানার প্রতি আগ্রহী থাকো। মনে রেখো, প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে নয় — বরং তোমাদের ব্যবহারে, নেতৃত্বে, এবং সমাজে তোমরা যে ইতিবাচক পরিবর্তন আনবে, তার মধ্যে নিহিত। 

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনাদের সহযোগিতা ও নিরলস পরিশ্রমের উপরই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য নির্ভর করে। আমি আপনাদের সঙ্গে একসাথে কাজ করে একটি সহমর্মিতাপূর্ণ, উদ্দীপনাময় এবং উন্নত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রিয় অভিভাবকগণ ও সমাজের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনাদের আস্থা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাথে হাতে হাত রেখে আমরা আমাদের সন্তানদের একটি আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। 

 মোঃ জাহাঙ্গীর আলম।(উপাধ্যক্ষ)