লায়ন্স স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন

Image Description

Published : 21 Mar, 2023

রংপুরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধুকে চির স্মরনীয় করে রাখার জন্য এবং নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে সে কারনে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক চিত্র লেখা নাজনীন, এ সময় কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কলেজের অধ্যাক্ষ সহ বিশিষ্ট জনরা। এ ছাড়াও স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।