28 Jul, 2023
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।দিনাজপুর শিক্ষা বোর্ডে লায়ন্স স্কুল ও কলেজ থেকে মোট ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৩৩৬ জন শিক্ষার্থী উত্তীন্ন হয়েছে। পাসের হার ৯৯.১২% । এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৮জন।
উল্গলেকখ্য ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।